‘নগর চত্বরকে’বদলে ‘কামরান চত্বর’নাম দিলো আ.লীগের অঙ্গ সংগঠন।

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

‘নগর চত্বরকে’বদলে ‘কামরান চত্বর’নাম দিলো আ.লীগের অঙ্গ সংগঠন।

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের সামনে যে চত্বরটি এতোদিন সিটি পয়েন্ট নামে পরিচিত ছিলো। গত রোববার রাতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে নির্মিত নতুন স্থাপনার উদ্বোধনকালে ‘নগর চত্বর’ নামকরণ করেন পয়েন্টটিকে ।

পরে আজ সোমবার (২৭শে জুলাই ২০২০ইং) দুপুরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ওই চত্বরকে ‘নগর চত্বর’ এর পরিবর্তে ‘কামরান চত্বর’ নামকরণ করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে কামরান চত্বর লেখা সাইনবোর্ড টানিয়ে দেন।

পরে তারা অবিলম্বে সিটি করপোরেশন থেকে আনুষ্ঠানিকভাবে কামরান চত্বর হিসেবে ঘোষণার দাবিও জানান।

গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সিলেট সিটি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এরপর থেকেই সিটি পয়েন্টকে কামরান চত্বর করার দাবি ওঠে জনমনে।

তবে এই চত্বরটি অনেকদিন ধরে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণ করার দাবি হয়ে আসছে জনগণের মুখেমুখে। তবে এমন দাবি উঠলেও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটি পয়েন্টকে নগর চত্বর করায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পরে সোমবার (২৭ জুলাই২০২০ইং) দুপুর দেড়টার দিকে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে গতকাল উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ নামের নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।

এ সময় বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আফতাব হোসেন খানও এতে সংহতি প্রকাশ করে অংশ নেন।

0Shares