প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এবং কক্সবাজার জেলার সদর উপজেলায় ও চকোরিয়ায় তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ট্যারিফ অনুমোদ দিয়েছে সরকার। এর মধ্যে একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র এবং দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র।
এর মধ্যে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র এবং কক্সবাজার জেলার চকোরিয়ায় ২২০ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদ দেওয়া হয়েছে।
এ তিন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ট্যারিফ অনুমোদ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।
তিনি সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ কনসোটিয়াম অব গ্রীণ প্রোগ্রেস রিনিউয়েবল বিভি এবং আইআরবি অ্যাসোসিয়েট লিমিটেড থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ দশমিক ৮৭৮২ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫২৫ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
বিদ্যুৎ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিউবো কর্তৃক কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ কনসোটিয়াম অব ডিট্রোলিক এসএ ইন্টারন্যাশনাল প্রাইভেট এবং পাওয়ারনেটিক এনার্জি লিমিটেডের কাছ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ দশমিক ৯২৮১ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৪২ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিউবো কর্তৃক কক্সবাজার জেলার চকোরিয়ায় ২২০ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ট্যারিফ জেটি সিউ এনার্জি কোম্পানি লিমিটেডের কাছ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩ দশমিক ৪১৪ টাকা হিসাবে আনুমানিক ১২ হাজার ৪০৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
এছাড়া বিউবো কর্তৃক ‘ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং কমিশনিং অব অ্যাডভেন্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং আপগ্রেডেশন অব ইউনিফাইড প্রিপেইড সিস্টেম অন টার্নকি বেসিসি’ কাজের ক্রয় প্রস্তাব যৌথভাবে ওকুলিন টেক বিডি লিমিটেড, নুরিফ্লেক্স এবং এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র কাছ থেকে ৪৬০ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৭২০ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech