অবশেষে সিলেটের লাক্কাতুরা মাঠে পশুর হাট উচ্ছেদ

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

অবশেষে সিলেটের লাক্কাতুরা মাঠে পশুর হাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে আদালতের নির্দেশে পর সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২০ইং) বেলা সাড়ে পৌনে৪টায় এ অভিযান চালানো হয়। এসময় মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে ইজারাদারদের নির্দেশ দেয়া হলে মাঠ থেকে পশু সরিয়ে নেন ব্যাপারীরা।

আদালতের নির্দেশ পাওয়ার পরপরই উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাঠ থেকে পশুর হাট সরিয়ে দেয়া হয়েছে। এতে অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি।

উল্লেখ্য, ২৯ শে জুলাই দুপুরে সিলেটের লাক্কাতুরা স্কুল মাঠে পশুর হাট স্থগিত করে দিয়েছেন আদালত। এসময় সদর উপজেলার বাসিন্দা চান মিয়ার ছেলে কাদির আহমদ বাদী হয়ে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে হাইকোর্টে একটি রিটি পিটিশন দায়ের করলে বুধবার হাট সরানোর আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম। এরপরও আদালতের নির্দেশ অমান্য করে পশুর হাট বসানো হয় মাঠে এবং রাস্তার পাশে।
আজ বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা প্রশাসন অভিযান চালায়। পরে অভিযানে স্কুল মাঠে পশুর হাট উচ্ছেদ করা হয় দেয়া হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ