এবার ৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

এবার ৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি

মনজু বিজয় চৌধুরী॥  এবার নবম বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক।বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় টানা নবম বারের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার।
জানা যায়, ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান, সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, সম্প্রতি গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চোরাই গাড়ি উদ্ধার, অল্পসময়ে নিখোঁজ ভিকটিম উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদ-ের আলোকে টানা নবম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ ছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. রুমান মিয়া শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

0Shares