আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজন আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার), জেলা সিভিল সার্জন ডঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন  লেফটেন্যান্ট কর্ণেল মিজান, কমান্ডার, ব্যাটালিয়ন-৫২, বর্ডার গার্ড বাংলাদেশ;  মেজর মাহফুজুর রহমান, কোম্পানি কমান্ডার, র‍্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প; মোঃ ফরিদ রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও ভিডিপি, মৌলভীবাজার; সকল উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার; জেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
0Shares