ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২দিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন কুমিল্লা পরিভ্রমণ সম্পন্ন
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ২দিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন কুমিল্লা ১২ ও ১৩ অক্টোবর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ সু-সম্পন্ন হয়েছে।
দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে প্রথমদিন বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৯টায় কুমিল্লা কান্দিরপারস্থ আনন্দ সিটি সেন্টার ছয় তলায় হলরুমে টিম লিডার কবি ড. শহিদুল্লাহ আনসারীর সভাপতিত্বে ও কবি শিপন হোসেন মানবের পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যের শুরুতে-ই সদ্য প্রয়াত বাংলাদেশ পোয়েট ক্লাবের নির্বাহী পরিচালক কবি দেলোয়ার মোহাম্মদের স্মরণে সবাইকে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদনের আহ্বানে সবাই দাঁড়িয়ে কবি দিলওয়ার মোহাম্মদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
কবি ডাক্তার মহসিনা খানম ও সুবর্ণা অধিকারীর যৌথ উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম বাঙালী। এসময় আলোকিত পর্যটক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মন্তাজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, ব্যবসায়ী আব্দুল খালেক মোল্লা, মিয়া আসলাম প্রধান, কবি মুহাম্মদ দিলওয়ার হোসেন, মানবাধিকার কর্মী মুস্তাফিজুল আজম মামুন,
কবি লায়লা আরজুমান শিউলি, কবি নুরুল হুদা ডিউক হুদা, কবি মুন্সি কবির, কণ্ঠশিল্পী তৃষ্ণা মার্টিনা, কণ্ঠশিল্পী ববি সরকার, আবৃত্তি শিল্পী ফরিদা সুলতানা, কবি ফিরোজ আহমদ স্বপন, কবি মুক্তি আল মাহমুদ খান, কবি জামাল বিন হুসাইন, কবি সৈয়দা শিরিন আক্তার, ইফফাত রুপা জামান, মোসাম্মত মনিকা আখতার, কবি মুহাম্মদ আমির হোসেন, মানবাধিকার কর্মী মোহাম্মদ আবুল বাশার প্রমুখ।
পুরস্কার বিতরণের পর ভোজন সভায় সবাই যোগদান করেন। ভোজন শেষে সবাই কুমিল্লা বার্ডের গেস্ট হাউসে অবস্থান করেন।
এদিকে, কুমিল্লার স্থানীয় কবি লেখকদের মধ্যে থেকে সাহিত্য পর্যটন মিশনকে অভিনন্দন জানিয়ে ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় আনন্দ সিটি সেন্টারে শরতের কবিতা পাঠের আয়োজন করেন সমতটের কাগজ সম্পাদক কবি ও সাংবাদিক জামাল উদ্দিন ধামাল।
কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি মোঃ নুরুল আলম সেলিম মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত শরতের কবিতা পাঠের আসরে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভাইস চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন দৈনিক শিরোনাম সম্পাদক বাবু নীতিশ সাহা, কবি আজাদ সরকার লিটন প্রমুখ।
দ্বিতীয়দিন শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গাড়িতে যাত্রা করে লালমাই পাহাড় চন্ডীমন্দিরে গিয়ে দ্বিতীয় পর্যটন সভা অনুষ্ঠিত হয়।
টিম লিডার কবি অধ্যাপক শহীদুল্লাহ আনসারীর সভাপতি উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ।
গান পরিবেশন করেন কবি আব্দুল আজিজ চৌধুরী, কণ্ঠশিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার, কবিতা পাঠে অংশ নেন কবি লায়লা আরজুমান শিউলি, কবি ডাক্তার মুফসিনা খান, কবি মুহাম্মদ নুরুল হুদা ডিউক, কবি মুক্তি আল মাহমুদ খান, কবি ফরিদা সুলতানা, কবি সৈয়দা শিরিন আক্তার, কবি সুবর্ণা অধিকারী, কবি জামাল বিন হুসাইন, কবি মুহাম্মদ দিলওয়ার হোসেন, কবি শিপন হোসেন মানব, কবি মিয়া আসলাম প্রধান প্রমুখ।
পরে সাথে থাকা অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে আদিনা মোড়া পাহাড়ের উপরে আদিনা শাহ্ দরবেশের মাজার জিয়ারত করা হয়।
জুমার নামাজের পরে একসাথে সবাই মিলেমিশে বার্ডের ক্যান্টিনে দুপুরের খাবার শেষে কুমিল্লা ময়নামতি জাদুঘর এবং শালবন বিহার পরিভ্রমণ শেষে সাহিত্য পর্যটন মিশন কুমিল্লার সমাপ্তি ঘোষনা করা হয়।
এদিকে, ১৩ অক্টোবর রাত ৮টায় নবাব ফয়জুন্নছা ফাউন্ডেশনের আয়োজনে কবি আজাদ সরকার লিটনের আমন্ত্রণে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন গীতিকার ঢালী মোহাম্মদ দিলওয়ার, বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান এবং কুমিল্লার স্থানীয় কবি সাহিত্যিক বৃন্দ।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী কুমিল্লার স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।