প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
বিনোদন ডেস্ক :: জীবনমুখী গান গেয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি কয়েকমাস আগে ঘোষণা দিয়েছিলেন রাজনীতিতে আসবেন। অবশষে সেই ঘোষণা বাস্তবে রূপ নিলো। এবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন নকুল কুমার বিশ্বাস।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এ বিষয়ে নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। এ সময় তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech