শ্রীমঙ্গলে শেখ রাসেল দিবস উদযাপিত

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

শ্রীমঙ্গলে শেখ রাসেল দিবস উদযাপিত

ডায়াল সিলেট ডেস্ক :  শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‍্যালি,  আলোচনা সভা, পুরস্কার বিতরন ও কেক কাটা   হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্হাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল থানা, ট্যুরিস্ট পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুত, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্িঠত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার,  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব প্রমুখ।

আরো বক্তব্য রাখেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রণির ছাত্রী অত্রি দেব ও মুগ্ধতা রায় মোহনা।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং  অতিথিবৃন্দ শিশুদের নিয়ে কেক কাটেন।

0Shares