বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর

ডায়ালসিলেট ডেস্ক :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৩ অক্টোবর) উপজেলার রহিপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগান সার্ব্জনীন দুর্গা মন্দির ও শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এবং সনাতনী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার।

এ সময় তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন জাতের ফলের পশরা সাজিয়ে ঝুড়ি ভর্তি ফল তুলে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী,মঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ পুজা উৎযাপন পরিষদের সভাপতি,স্থানীয় চেয়ারম্যান,ইউপি সদস্য সহ মৌলভীবাজার জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

0Shares