শেরপুরে জেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

 শেরপুরে জেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত
ডায়ালসিলেট ডেস্ক :  বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, কৃষি বিষয়ক সম্পাদক অরবিন্দু পোদ্দার বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব সহ জেলা ও সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মিথ্যাচারের দল বিএনপির ডাকে এখন আর জনগণ সাড়া দেয় না। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
0Shares