প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলা জুড়ে অবৈধভাবে চলছে ডলার,পাউন্ডসহ বৈদেশিক মুদ্রার রমরমা ব্যবসা। এসকল অবৈধ বৈদেশীক মুদ্রার ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে মৌলভীবাজার শহরের বেরীরপাড়স্থ রয়েল ম্যানশন থেকে অবৈধভাবে বৈদেশীক মুদ্রা লেনদেনের তিন ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায় যতাযত তথ্য উপাথ্যের ভিত্তিতে ওই তিনজন অবৈধ মানি একচেঞ্জ ব্যবসায়ীকে তারা আটক করেন। আটককৃতরা হলেন সৈয়দ কেনান আলী (৩৭) (প্রো: সায়েক এন্টার প্রাইজ), পিতা- মৃত সৈয়দ মোছব্বর আলী, গ্রাম নিতেশ্বর,মোকামবাজার। মোঃ রুমান আলী (৪১) (রুমান এন্টার প্রাইজ), পিতা-আনখার আলী, গ্রাম গুজারায়। মোঃ রনি মিয়া (২৫) (রুমান এন্টার প্রাইজ এর কর্মচারী), পিতা- মোঃ সিরাজ মিয়া, গ্রাম,শ্যামেরকোনা। এ সময় তাদের কাছ থেকে ইংল্যান্ডের ৩২৫ পাউন্ড,আমেরিকান ১১২ ডলার,সৌদি ১৮৯ রিয়াল,আরব আমিরাতের ১৫০ দিরহাম, কুয়েত ৪৫ দিনার,থাইল্যান্ডের ১০,০০০ বাথ, ওমানের ৭.৫ রিয়াল বৈদেশিক মুদ্রা বিক্রির বিভিন্ন নোটের বাংলাদেশী নগদ টাকা মোট ১,৯১,০০০ (এক লক্ষ একানব্বই) টাকা পাওয়া যায়। এবিষয়ে মৌলভীবাজার ডিবির ওসির মোঃ আশরাফুল ইসলাম জানান তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech