মোগলাবাজারে বৈদ্যুতিক পোল চুরিকালে সাত জন আটক

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

মোগলাবাজারে বৈদ্যুতিক পোল চুরিকালে সাত জন আটক

ডায়াল সিলেট ডেস্ক:: দক্ষিন সুরমার মোগলাবাজারে পুলিশের অভিযানে বৈদ্যুতিক স্টীল পোল চুরিকালে সাত চোরকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় থানার শ্রীরামপুর বাইপাস সংলগ্ন শ্রীরামপুর মাদ্রাসার পাশে বৈদ্যুতিক স্টীল পোল চুরিকালে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হল গোলাপগঞ্জের রায়গড়ের মনির উদ্দিনের পুত্র মঞ্জুর আহমদ ,কিশোরগঞ্জ সদর উপজেলার জমির মিয়ার পুত্র বাদল মিয়া(৪২), বালাগঞ্জ থানার মুতিয়ারগাওয়ের আলম মিয়ার পুত্র সুমন মিয়া (২৫), নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মন্তলা গ্রামের ছাবদ আলির পুত্র দুলাল মিয়া (৪৫), গোলাপগঞ্জ থানার গোলাপ নগর গ্রামের কুটু মিয়ার পুত্র নুরু্ল ইসলাম (৩৫), যশোর জেলার সদর থানার এনায়েতপুর গ্রামের আব্দুস সালামের পুত্র টিপু সুলতান(৪২) ও আরব আলির পুত্র গোলাম রসুল।

এসময় পুলিশ তাদেরকে হাতে নাতে আটক করে। এ সংক্রান্তে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ বেলাল হোসেন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ