হানিফ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

হানিফ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার শহরের কুদালীপুল এলাকায় হানিফ পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কুদালীপুল এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান কিছু বুঝে উঠার আগেই রোরবার ১৯ নভেম্বর রাত ১০টার দিকে হঠাৎ করে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে গাড়ির সামনে একটি দাহ্যপদার্থ্যরে একটি বোতলে আগুন লাগিয়ে ওখানে রেখে দুর্বৃত্তরা দ্রুত চলে যায়।

স্থানীয়রা এমন দৃশ্য দেখে হাল্লা চিৎকার দিলে সাথে সাথে আশে পাশের লোকজন এসে আগুন নেভান। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় গাড়িটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধে সময় মৌলভীবাজার জেলা শহরে এই প্রথম দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। ওই ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রতিদিনই  জেলা শহরসহ প্রতিটি আঞ্চলিক মহাসড়কে পুলিশের বিশেষ টহল অব্যাহত রয়েছে।

0Shares