আঞ্জুমানে হেফাজতের ইসলাহী জোড় শুরু

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

আঞ্জুমানে হেফাজতের ইসলাহী জোড় শুরু

ডায়াল সিলেট ডেস্ক :: আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় ও শেখবাড়ী জামিয়ার মাহফিল বৃহস্পতিবার শুরু হয়েছে। বাদ ফজর আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।
বৃহস্পতিবার মোট ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করেন মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।
তিনদিনের এই জোড়ে শুক্রবার অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ। শনিবার সকাল ৯টায় পীর সাহেব বরুণার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে। বিজ্ঞপ্তি

0Shares