প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৮
ডায়াল সিলেট ডেস্ক :: জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড এই তিন দেশে সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ৯ টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। জাপানে সফর শেষে সৌদি আরব ও ফিনল্যান্ড যাবেন তিনি।
জাপান সফরে উনার সাথে যাচ্ছেন ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
৩০ মে জাপান সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরবে। ৩১ মে দেশটির গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ঐতিহ্যবাহী শহর মক্কায় আয়োজিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। একমাত্র নারী সরকার প্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডে যাবেন শেখ হাসিনা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech