তৃণমূল বিএনপির মনোনয়নপত্র ছিঁড়ে ফেললেন সাবেক এমপি

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

তৃণমূল বিএনপির মনোনয়নপত্র ছিঁড়ে ফেললেন সাবেক এমপি

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে তৃণমূল বিএনপির মনোনীত দুইবারের সাবেক এমপি এমএম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বুধবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় এক মতবিনিময়সভায় সিদ্ধান্ত প্রত্যাহার করেন। একপর্যায়ে তিনি তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কর্মী-সমর্থকদের সামনে ছিঁড়ে ফেলেন।

এমএম শাহীন জানান, মতবিনিময়সভায় তার কর্মী-সমর্থক ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজের দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তৃণমূল বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সেটি প্রত্যাহার করেছেন।

তিনি আরও জানান, এই নির্বাচন ২০১৮ সালের নির্বাচনের মতো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণে এই নির্বাচন হবে। তিনি কুলাউড়ার সর্বস্তরের মানুষকে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

উল্লেখ্য, এমএম শাহীন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক বিকল্পধারা থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। সেই সময় বিএনপি জোটের প্রার্থী সুলতান মো. মনসুরের কাছে তিনি পরাজিত হন।

0Shares