প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
বিনোদন ডেস্ক :: ভারতে একসঙ্গে তিনটি পুরস্কার জিতল বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’। ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল-২০২৩-এ জিতেছে এই পুরস্কার। পুরস্কারের ক্যাটাগরি অনুযায়ী এগুলো হলো শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার।
১ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, তৃতীয়বারের মতো উৎসবের আয়োজন ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন। উৎসবে সারা বিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র অংশ নেয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রযোজক অঞ্জন বোস, চলচ্চিত্র পরিচালক অভিজিৎ ব্যানার্জীসহ অনেকেই। উৎসবে সারা বিশ্ব থেকে ৭০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অংশ নেন।
কলকাতার মৌলালি যুবকেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে গত ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ১০ জন পুরস্কারপ্রাপ্ত পেশাদার বিচারক এই ফেস্টিভালে বিচারের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
এ বছর কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রাজ কাপুরের শততম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’সহ তিনটি চলচ্চিত্রকে ‘রাজ কাপুর অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্তির পর পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘সিনেমা মুক্তির এক মাসের মাথায় তিনটি পুরস্কার প্রাপ্তি, তাও সেটি যদি হয় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে, তবে তা আমার জন্য অবশ্যই অত্যন্ত আনন্দের সংবাদ।’
উল্লেখ্য, ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। তবে মুক্তি পেলেও খুব বেশি হল পায়নি ছবিটি। টানতে পারেনি দর্শক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech