মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এর উদ্যোগে আলোচনা সভা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এর উদ্যোগে আলোচনা সভা

মৌলভীবাজার  প্রতিনিধি ॥   মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গত ১০ ডিসেম্বর বিকাল ৩ঘটিকায় সেন্ট্রাল রোডস্থ (সোনালী ব্যাংক, আঞ্চলিক শাখা‘র বিপরীতে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরে আলম জিকু, মৌলভীবাজার-২৩৭ সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনিত প্রার্থী মোঃ আলতাফুর রহমান। বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র যুগ্ন সাধারণ সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমী, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহিদ ইসলাম। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র পক্ষ থেকে বক্তব্য রাখেন- মাওঃ শরীফ আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুন নাহার ( হুছনা), মৌলভীবাজার জেলা শাখা‘র অন্যতম সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, জিল্লুর রহমান, আব্দুর রহমান রহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মাহমুদ উদ্দিন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক আব্দুল মুকিদ ইমরাজ, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক বিজয় সাহা, মনজুরুল আলম প্রমুখ। আলোচনা সভায় জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।

0Shares