প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: আজ শনিবার মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশে সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দেবে বিএনপির নেতাকর্মীরা। এরপর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র্যালি হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র্যালি বের করা হবে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech