নতুন বছরে পূজার পরিকল্পনা

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

নতুন বছরে পূজার পরিকল্পনা

বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়। ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এর পরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়।

 

গত বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়। নতুন বছর সাজিয়েছেন বেশ কিছু পরিকল্পনা। পূজা জানান, বরাবরের মতো এ বছরও সিনেমা নিয়েই থাকবেন। সিনেমার শুটিং, কিছু টিভিসি করার ব্যাপারে কথা হয়ে আছে সেগুলোর কাজ করা, পাশাপাশি নিজেকে আরো প্রস্তুত করে সিনেমায় আত্মনিয়োগ করার কথাও জানান।

 

পূজা বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি যুক্ত হবো নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।’

 

পূজা অভিনীত ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’ শিরোনামের সিনেমা দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং বাকি রয়েছে। চলতি বছরে এই সিনেমার কাজও শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নায়িকা।

 

0Shares