প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার বাসিন্দা খছরু মিয়ার ছেলে কামিল হোসেন (১৭) বুধবার বিকেলে শয়ন কক্ষের ছাদের রডের সাথে ঝুলছিল। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার ছোট বোন মাহতুবা জান্নাত সুর চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরের গলার ফাঁস খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অপরদিকে জগন্নাথপুরের সীমান্তবর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামড়ী সেতুতে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে চালক আছকির মিয়া (২৬) গুরুতর আহন হলে তাকে স্থানীয়রা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই ট্রাক্টর চালক আছকিরকে মৃত ঘোষণা করেন।
মৃত আছকির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের আরশ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech