নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক :: রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নয়াপল্টন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

 

গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছে দলটি।

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, সদস্য আরিফা সুলতানা রুমা, আকবর হোসেন (কাউন্সিলর, খিলগাঁও থানা বিএনপি), মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, বর্তমান কমিটির সহ-সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ