প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশকে সবসময় ভারত নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চের দিবস উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়। ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, তারা (ভারত) সবসময় বাংলাদেশটাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের সব কার্যক্রম পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ক্ষেত্রে তারা সবসময়ই গড়িমসি করেছে এবং তারা এ সমস্যার সমাধান করেনি এবং সেগুলো করছে না।
তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হওয়া নিয়ে মির্জা ফখরুল বলেন, এ ব্যর্থতার মূল কারণ এ সরকার নতজানু সরকার। এ অবস্থায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নিজের পায়ে দাঁড়াতে হবে । এ সরকার জনগণবান্ধব সরকার নয়। সরকার পরিবর্তনে আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প পথ নেই।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি দেখি এ সরকার এমনিই নড়ছে। কারণ রিজার্ভ নেই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সীমান্ত হত্যা হচ্ছে। স্বদেশী হত্যা হচ্ছে। তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় না। এখানে লাশ ফেরত পাওয়া যাবে কিনা এটার জন্য পতাকা বৈঠক হয়- এটা খুব লজ্জার, দুঃখের এবং অপমানের।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্রসংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech