ইসরাইলে হামাসের রকেট হামলা

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৪

ইসরাইলে  হামাসের রকেট হামলা

ডায়ালসিলেট ডেস্ক :: ইসরাইলে আবারো রকেট হামলা চালিয়েছে হামাস। আটটি রকেট রাফা থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এর বেশির ভাগই নিষ্ক্রিয় করা হয়েছে আকাশে তারা জানায়। কেউ হতাহত হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রায় ৪ মাসের মধ্যে এটাই প্রথম ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চল তেল আবিবে হামাসের রকেট হামলা।

একই সঙ্গে ইসরাইল যখন জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে রাফায় সামরিক অভিযান চালাচ্ছে ঠিক তখনই এই হামলা চালিয়েছে হামাস।

মঙ্গলবার থেকে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা নিশ্চিত নয়।

সর্বশেষ তেল আবিবে হামলা হয়েছিল জানুয়ারি মাসে। কিন্তু নতুন করে হামলা চালানোর ফলে হারজলিয়া, পেতা টিকভাসহ ইসরাইলের অন্য শহরগুলোতে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয় সেখানে।

এদিকে টেলিগ্রাম চ্যানেলে এই হামলা চালানোর ঘোষণা দিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড। তবে রাফা থেকে হামলা করেছে কিনা তা এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেনি।

0Shares