আবাসিক হল ছাড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থীরা

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

আবাসিক হল ছাড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থীরা

 ডায়ালসিলেট ডেস্ক :আবাসিক হল ছাড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থীরা। স্থানীয়দের আল্টিমেটামের মুখে সন্ধ্যায় তারা হল ত্যাগ করেন।  

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ব বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দাদের একটি দল মিছিল নিয়ে শাবির শাহপরান হলের সামনে অবস্থান নেন।
তাদের দাবি, হলগুলোতে ছাত্রলীগ ও তাদের দোসররা অবস্থান করছেন। আবারও তারা অপতৎপরতা শুরু করতে পারেন। তাই, হল খালি হওয়ার পর শাবি প্রশাসন নতুন করে যাদের সিট বরাদ্দ দিবে তারাই কেল হলে উঠতে পারবেন।
এ ব্যাপারে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, হলের বিশৃঙ্খল পরিস্থিতির জেনে এখানে এসেছি। শিক্ষার্থীদের সাথে কথাও বলেছি। তারা বলেছেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, তাই শান্তিপূর্ণভাবে তারা হল ত্যাগ করছেন।
নতুন প্রশাসন যেভাবে ভালো হয় সেভাবে শিক্ষার্থীদের হলে উঠাবেন বলেও মন্তব্য এই শাবি শিক্ষকের।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ