আগামী মাসের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন :: ডোনান্ড ট্রাম্প

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

আগামী মাসের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন :: ডোনান্ড ট্রাম্প

ডায়ালসিলেট ডেস্ক ::  চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত মরণব্যাধি করোনায় ২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৩৭ জন।
ভাইরাসটির তাণ্ডবে সেখানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিপর্যস্ত সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানুষের মনে আশার বাণী শোনালেন। তিনি বলেন, হয়তো এক মাসের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। তিনি আরো বলেন , করোনার এই মহামারি পরিস্থিতি নিজে নিজেই চলে যাবে।

গত মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রচারিত সমর্থকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন আমরা করোনাভ্যাকসিন হাতে পাওয়ার খুব কাছাকাছি আছি। আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এটি পেয়ে যাব আপনারা তা জানেন। হয়তো এটা তিন সপ্তাহ বা চার সপ্তাহ।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সকালে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আগামী চার সপ্তাহ বা আট সপ্তাহের মধ্যেই হয়তো ভ্যাকসিন চলে আসবে।

এদিকে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, ‘আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা লুটতে রিপাবলিকান নেতা ট্রাম্প দ্রুত ভ্যাকসিন আনতে চাচ্ছেন। সে কারণে তিনি দেশটির সরকারী স্বাস্থ্য নিয়ন্ত্রক এবং বিজ্ঞানীদের ওপর চাপ প্রয়োগ করছেন।’
এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দেশটির সংক্রামক রোগের প্রধান চিকিৎসক ডা. অ্যান্থনি ফাউসি ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৯৭ হাজার। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ