প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪
স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ।শুধু তাই নয়, দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ মাঠেই সিজদা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।সিরিজের প্রথম টেস্ট মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেটাই ছিল টাইগাদের প্রথম জয়।এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের ব্যাটিং নৈপুণ্যে ২৬২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর দ্বিতীয় ইনিংসে টার্গেট তাড়ায় ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। দুই টেস্টে জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech