ইউএস ওপেনের ট্রফি অসুস্থ খালাকে উৎসর্গ সিনারের

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

ইউএস ওপেনের ট্রফি অসুস্থ খালাকে উৎসর্গ সিনারের

স্পোটর্স ডেস্ক:যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের দেশের সাফল্যের খুঁটি পুঁতে এলেন টেনিসের নাম্বার ওয়ান বাছাই ইয়ানিক সিনার। এর আগে ইউএস ওপেনের এককে কোনো ইতালিয়ানই শিরোপা জিততে পারেননি। দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে প্রথমবার কোনো আমেরিকান হিসেবে টেলর ফ্রিটজকে পায় দর্শকরা। তবে ফাইনালে ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনের ট্রফি বগলদাবা করেছেন সিনার। ট্রফি জিতে নিজের অসুস্থ খালাকে স্মরণ করেন সিনার। তার প্রতিই উৎসর্গ করেন ট্রফি।
২৩ বছর বয়সী সিনারের এটি ২০২৪ এর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছর শুরু হয় সিনারের। ১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন এই ইতালিয়ান।ইতিহাস গড়া ইউএস ওপেন জয়ের পর আবেগাপ্লুত সিনার সাফল্য উৎসর্গ করেছেন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খালাকে। সিনার বলেন, ‘আমার খালার শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন।

আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তার সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’
সিনারের সাফল্য মেশানো আবেগাপ্লুত হওয়ার দিনটি ফ্রিটজের জন্য ছিল বিপরীত। ২৬ বছর বয়সী এই তরুণের সামনে ছিল ২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। তার খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ২০০৩ সালে ইউএস ওপেনের ট্রফি জেতা অ্যান্ডি রডিকও।

কিন্তু যুক্তরাষ্ট্রকে আরেকটি ট্রফি এনে দিতে না পারায় ব্যথিত ১২তম বাছাই হিসেবে নামা ফ্রিটজ। ফ্রিটজ বলেন, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এবার আমি সেটা পারলাম না।’

0Shares