জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় মদ ও চিনি উদ্ধার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় মদ ও চিনি উদ্ধার

ডায়ালসিলেট :সিলেটের জৈন্তাপুরে পৃথক দুইটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ ও চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে উক্তো ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রীজের পশ্চিম প্রান্তে হাওরে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি কয়েক কার্টুন ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তা হতে ম্যাকডোনালস্ রাম ১৮০ মিলির ১৩০টি বোতল বিদেশি মদ পাওয়া যায়। অপর এক অভিযানে রাত সাড়ে ৮ টায় জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রীজের নিচে নয়াগাঙের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এ দিকে পৃথক অভিযানে বিদেশি মদ ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

0Shares