প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক::ইরানে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১৮ জনে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
এদিকে, মৃতের সংখ্যার পাশাপাশি ইরানে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদার লারিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্র পরিচালিত টিভি শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন ২ হাজার ৮৪৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।সব মিলিয়ে দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৩ জনে।
লারি জানান, শুক্রবার থেকে ১ হাজার ১৪৯ জন ইরানি করোনা সংশ্লিষ্ট জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন অবধি দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩২ জন রোগী। নিবির পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন ৩ হাজার ৮৩৯ জন।
দেশটির মোট ৩১টি প্রদেশের ২৮টি প্রদেশই এখনো করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি বা সতর্কতামূলক পরিস্থিতিতে রয়েছে।
মধ্যপ্রাচ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যাওয়া দেশগুলোর একটি ইরান। জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৭১ জনে। মারা গেছেন ৪ হাজার ৪৫০ জনের বেশি। ইরাকে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজারের বেশি।সেখানে মারা গেছেন ৮ হাজারের বেশি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech