প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
বিনোদন ডেস্ক :চলতি বছর আগস্টের শুরুতে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। ন্যক্কারজনক এ ঘটনার শুরু থেকেই প্রতিবাদ জানায় কলকাতাবাসী। এরই মধ্যে হেমা কমিটির রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খলতে লাগলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রীরাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার সঙ্গেও এমন তিক্ত ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আসলে এক্ষেত্রে সকলের অভিজ্ঞতাই আলাদা, ভীষণ ব্যক্তিগত। আমি অনেক ছোট থেকে কাজ করছি। মাত্র ১৩ বছর বয়স থেকে। সত্যি বলতে আমি কখনো খারাপ কিছুর মুখোমুখি হইনি। ছোটবেলায় যখন মা, দিদার সঙ্গে কাজে যেতাম, তখনো নয়, আবার ১৮ বছরের পর যখন একা যেতে শুরু করলাম তখনো না। মুম্বই, দিল্লি, কলকাতা, এমনকি বিদেশেও বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি অনেক ছোট থেকেই অভিনয় করার প্রস্তাবও পেয়েছি। তবে এমন কোনো অভিজ্ঞতা আমার তো হয়নি। অর্থাৎ আমার অভিজ্ঞতা এক্ষেত্রে ভালো। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুক্মিণী বলেন, তবে অনেক নারীই আছেন, তাদের অভিজ্ঞাতা আলাদা। হয়তো একই লোকের সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা, অন্যজনের আবার খারাপ অভিজ্ঞতা। তাই এটা যার সঙ্গে হয় সেই বোঝে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি তেমন কোনো রাক্ষসদের সম্মুখীন হইনি। তবে আমি এটা বলতে পারি না যে, এটা ঘটে না। যাদের সঙ্গে ঘটেছে, সেটা সত্যিই খারাপ। তিনি আরও বলেন, আসলে আরজি করের ঘটনার পর ওই একটা সূত্র ধরে এখন অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু উঠে আসছে। তবে এই যৌন হেনস্তার বিষয় কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সর্বত্রই আছে। আলোচনা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে, তবে অন্য সেক্টরেও এটা আছে, হয়তো আরো ভয়ঙ্করভাবে আছে। বরং আমরা অভিনেতা-অভিনেত্রীরা কিছু ঘটলে সেটা নিয়ে ফেসবুকে লিখতে পারি, কথা বলতে পারি। আর অন্য লোকেরা এখানে ভয়ে থাকে যে, তারা কিছু করলে খবরে চলে আসবে। তবে অন্য সেক্টরের কেউ লিখলে, মুখ খুললে তার চাকরিটাই চলে যাবে। তাই আমি বলব, এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হলে সর্বক্ষেত্রে, সব সেক্টরে হওয়া উচিত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech