প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
ডায়ালসিলেট :সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।মঙ্গলবার সকালে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech