প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: গত ৫ই আগষ্ট বৈষম্য ছাত্রআন্দোলনের মধ্যদিয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ভারত ছাড়ছেন। তবে এর পরবর্তী গন্তব্য কোথায় সেই বিষয়ে জনমনে জেগেছে অনেক কৌতূহল।
সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে অবস্থান করবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখনও খোলাসা করা হয়নি।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এসময় বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি দিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন কিভাবে আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech