বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি: গয়েশ্বর

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি: গয়েশ্বর

ডায়ালসিলেট ডেস্ক :গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের জন্য কতটুকু সময় লাগবে বলেন না কেনো? সেনাবাহিনী প্রধান বলেছেন- ১৮ মাস, তার কথা বলেছেন বলুক। পরের দিন কেনো সরকারের পক্ষ থেকে বলা হয়, এটা সরকারের কথা না। তাহলে সরকারের কথাটা কী? ৩৬ মাস, ৩০ মাস- বলতে তো হবে আপনাকে। আপনাকে তো সময় বলতে হবে। আমি যদি জানতে পারি আপনারা এতো মাস পরে নির্বাচন দেবেন, আমাদের তো কাজ আছে, আমাকে জনগণের কাছে যেতে হবে- তাদেরকে বুঝাতে চেষ্টা করবো, আমি এই করব, সেই করব, আমি তো একটা রাজনৈতিক দল করি, আমাদেরও তো আকাঙ্ক্ষা আছে জনগণকে কনভিন্স করা। সুতরাং আপনাদের টার্গেট ঠিক করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ