সিলেটে ১ কোটি ৮০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

সিলেটে ১ কোটি ৮০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

ডায়ালসিলেট :সিলেটে দুইদিনের অভিযানে গরু, মহিষ সহ ১ কোটি ৮০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোম ও মঙ্গলবার অভিযান চালায় বিজিবি। এসময়  ৩৬৯ টি ভারতীয় শাড়ী, ৭ টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯ পিস সানগ্লাস, ১৬ হাজার ৪০০ কেজি চিনি, -২ হাজার ৮৫০ কেজি আপেল, ৯টি মহিষ, ৪৩টি গরু, ৯৮০ প্যাকেট বিড়ি, ৮৮০ কেজি বাংলাদেশী রসুন, ১টি ডিআই পিকআপ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭টি নৌকাসহ অন্যান্য মালামাল জব্দ করে।যার আনুমানিক মূল্য-১ কোটি ৭৯ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares