সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা

ডায়ালসিলেট ডেস্ক ;রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ফের সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৩টা থেকে এই সংলাপ শুরু হয়। মূলত নির্বাচনী ব্যবস্থা সংস্কারে জোর এবং রোডম্য্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলগুলো। সংলাপে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধারেও সরকারকে পরামর্শ দেয়া হলে তা ইতিবাচক হিসেবে গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ দলগুলো পৃথক পৃথকভাবে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এ ছাড়া সরকারকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয় দলগুলোর পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকার এসব পরামর্শ ও প্রস্তাবগুলো ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। বলেছেন, সংস্কার শেষে যতদ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে।প্রথমে গণফোরামের সঙ্গে সংলাপে বসেন ড. ইউনূস। বিকাল ৩টায় শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টার দিকে। গণফোরামের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। সংলাপ শেষে বেরিয়ে যমুনার সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে গণফোরামের সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, নির্বাচনী ব্যবস্থা সংস্কারসহ বেশ কিছু ব্যাপারে পরামর্শ দিয়েছেন। সরকার সেটা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংবিধান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা নিয়ে গণফোরাম নেতা ড. কামাল হোসেন কথা বলেছেন বলে জানান দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, সংলাপে বাজার পরিস্থিতি নিয়ে জোর দিয়েছি। সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে। মোস্তফা মহসীন বলেন, পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি এজেন্টরা বাংলাদেশটাকে ধ্বংস করার প্রক্রিয়ার মধ্যে আছে, তাদের থেকে উদ্ধারের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণফোরাম অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, সবাইকে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ সরকার জনগণের সরকার। এ সরকারকে রক্ষার স্বার্থে, অর্থাৎ আমাদের নিজেদের রক্ষার স্বার্থে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন করতে হবে।মন্টু বলেন, আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করবো। জনগণের জন্য দরজা খোলা আছে বলে প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন। নির্বাচন নিয়ে কথা হয়েছে জানিয়ে মোস্তফা মহসীন বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন কমিশন করতে হবে। এটার জন্য সার্চ কমিটি বা কিছু করার প্রয়োজন আছে, ভালো লোক নিয়োগ দেয়ার দরকার আছে। যাতে অতীতের মতো কোনো সমস্যা না হয়। রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা কোনো তারিখ উল্লেখ করিনি। বলেছি, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার জন্য। আটটি দিবস বাতিল করা হয়েছে- এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে মোস্তফা মহসীন বলেন, জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়। এই সংলাপে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

0Shares