ফুটবল ম্যাচের জয় উদ্‌যাপনে চললো গুলি, নিহত ৩

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

ফুটবল ম্যাচের জয় উদ্‌যাপনে চললো গুলি, নিহত ৩

ডায়ালসিলেট ডেস্ক :একটি স্কুলের ফুটবল ম্যাচের জয় উপলক্ষে আয়োজিত পার্টিতে চললো এলোপাথাড়ি গুলি।  গুলিতে নিহত হয়েছেন তিন জন। আহত আট জন। আমেরিকার মিসিসিপির ঘটনা। মিসিসিপির হোমস কাউন্টির একটি স্কুল ফুটবল ম্যাচে জয় পায়। যার উদযাপনে স্থানীয় মাঠে জড়ো হন ২০০ থেকে ৩০০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ভিড়ের মধ্যেই গুলি চলে। এই নিয়ে কয়েক জনের মধ্যে বচসা হয়। গুলির শব্দ হতেই হুলস্থুলু শুরু হয়। দৌড়ে পালাতে শরু করে জনতা। পরে দেখা যায় বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। আরও আটজন গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জনের বয়স ১৯ বছর এবং এক জনের বয়স ২৫ বছর। আহতদের কপ্টারে চাপিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এপি দাবি করেছে, গুলি চালিয়েছেন অন্তত দু’জন। কাউন্টির একটি মাঠে সামিল হয়েছিলেন প্রায় ২০০ থেকে ৩০০ জন। মিসিসিপির লেক্সিংটন থেকে তিন কিলোমিটার দূরে ছিল মাঠটি। কাউন্টির শেরিফ উইলি মার্চ জানিয়েছেন, ওই উদ্‌যাপনে কয়েক জনের মধ্যে বচসা শুরু হয়। তার পরেই গুলির শব্দ শোনা যায়। ঠিক কেন গুলি চালানো হয়েছিল, তার কারণ এখনও জানা যায়নি। মার্চের কথায়, ‘‘মাঠে হঠাৎই ঝামেলা শুরু হয়। গুলি চলে। লোকজন দৌড়ে পালাতে শুরু করেন।’’আয়োজকদের একজন জো জনসন জানান, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। তিনি বলেন, গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। জনসন আরও জানান, সেদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও  আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযুক্তরা কিভাবে প্রবেশ করে তা নিয়ে তদন্ত চলছে ।

এ ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ।  যুক্তরাষ্ট্রে এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে হোমকামিং পার্টিতে গুলির ঘটনা ঘটলো। কয়েকদিন আগেই টেনেসির ন্যাশভিলে একটি হোমকামিং অনুষ্ঠানের পর বন্দুক হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছিলেন। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সূত্র : সিবিএস নিউজ

0Shares