প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :আপিল বিভাগের সাবেক দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল ও সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের মামলায় বিএনপির ৭ শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আদালত অবমাননার রুল খারিজ করে এ আদেশ দেন।
এছাড়া, বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাকে এক লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিতে হবে।
অব্যাহতিপ্রাপ্ত আইনজীবীরা হলেন-বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
আদালতে সাত আইনজীবীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও বদরুদ্দোজা বাদল। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech