সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডায়ালসিলেট ডেস্ক :সাবেক এমপি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম. এ. মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান। তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

0Shares