বার্তা স্পষ্ট ইইউ আপনার সঙ্গে আছে

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

বার্তা স্পষ্ট ইইউ আপনার সঙ্গে আছে

ডায়ালসিলেট ডেস্ক :ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আরও ব্যবসার সুযোগ খুঁজতে জানুয়ারিতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের শ্রম অধিকার সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করেন, যা আরও বিনিয়োগ আনার পথ প্রশস্ত করবে। বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা আন্তর্জাতিক মান বজায় রাখি… কোনো লুকোচুরি থাকবে না। আমরা এই গেমটি আর খেলতে চাই না। ইইউ কর্মকর্তারা বিভিন্ন খাতে সংস্কারের জন্য প্রফেসর ড. ইউনূসের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রশংসা করেন। পাম্পালোনি বলেন, এই প্রথমবারের মতো আমরা এমন কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দেখেছি যা আমরা সমর্থন করি। তাই, আমরা আপনার ওপর নির্ভর করছি। প্রধান উপদেষ্টা আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে নেপাল ও ভারতের সঙ্গে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেন। তিনি জানান, নেপালের ব্যাপক জলবিদ্যুৎ রয়েছে, যা নষ্ট হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নেপাল, বাংলাদেশ এবং ভারতসহ অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে। প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের তরুণদের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান এবং দক্ষিণ এশিয়ার ফুটবল দলে বাংলাদেশের নারী ফুটবলারদের সামপ্রতিক অর্জন তুলে ধরেন। তিনি বলেন, তারা এসেছে এবং জয় করেছে, শুধু একবার নয়, দু’বার। এ সময় বাংলাদেশ নারী ফুটবল দলকে অনুপ্রাণিত করতে ইউরোপীয় ইউনিয়নকে একটি ইউরোপীয় ফুটবল দল পাঠানোর অনুরোধও করেন তিনি।

0Shares