হাসিনার আমলে দুর্নীতি প্রসঙ্গে আল-জাজিরাকে যা বললেন ড. ইউনূস

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

হাসিনার আমলে দুর্নীতি প্রসঙ্গে আল-জাজিরাকে যা বললেন ড. ইউনূস

ডায়ালসিলেট ডেস্ক :অব্যবস্থাপনা, অপশাসন, দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করাসহ আরও নানান অপকর্মে বিগত ১৬ বছর বাংলাদেশ ভরে উঠেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। গতকাল রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে সংবাদ মাধ্যমটি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগও ছিল। তখনকার সমস্যাগুলো যেন এখন আর না ঘটে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই পরিস্থিতি থেকে দেশের উত্তরণে আমাদের বিশাল কাজ রয়েছে। প্রতিটি খাত ধরে ধরে আমাদের তা স্বচ্ছ করতে হবে। তবে এটা সাময়িক সময়ের জন্য করলে হবে না।’

তিনি বলেন, ‘পুরনো নীতিতে চলা প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করছে, তাতে জনগণ সরকারি কার্যালয়ে যেতে ভয় পায়। কেননা সেখানকার কেউ টাকা চেয়ে আপনাকে নির্যাতন করতে পারে। যদিও এ বিষয়টি লজ্জার, তবুও আমি এখানে তা উল্লেখ করলাম।’

সরকারকে জনগণের সহায়ক হতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে নাগরিকেরা সরকারি অফিসগুলোকে নির্যাতনের চেম্বার হিসেবে দেখে। আপনি একবার সেখানে প্রবেশ করলে তাদের কেউ আপনার কাছ থেকে টাকা নেয়ার জন্য আপনাকে চেপে ধরবে।’
গোটা ব্যবস্থাপনাতেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ