প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
স্পোর্টস ডেস্ক:আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিলো লাওতারো মার্টিনেজের। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাওতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। তার গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।
মার্টিনেজের গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ১৯৯৯তম গোল। মেসি নিজেও ভাগ করেছেন একটি মাইলফলক। আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি।
ম্যাচ জুড়ে ঘর সামলাতে ব্যস্ত থাকায় আর্জেন্টিনা গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি পয়েন্ট টেবিলের তলানির দল পেরু। আর্জেন্টিনাও গোল পাচ্ছিল না । ম্যাচের ২২ মিনিটে লাওতারো মার্টিনেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে বল পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। আতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারের শট পরে ফিরে আসে বারে লেগে। গোলের অতটা কাছে আর যাওয়াই হয়নি আর্জেন্টিনার। দলের অধিনায়ক মেসি একাধিকবার ফাইনাল থার্ডে গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে স্কোরশিটে নাম ওঠানো হয়নি কারোরই।
আলবিসেলেস্তেদের সেই গোলের খরা কাটল দ্বিতীয়ার্ধে এসে। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক ভলি। তাতেই ডেডলক ভাঙলো আর্জেন্টিনার। ৫৫ মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে লিড নেয় আর্জেন্টিনা।
লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে অর্জন করেছে ২৫ পয়েন্ট।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech