কসোভোর সঙ্গে ড্র ম্যাচে ৩-০ গোলের জয় পেল রোমানিয়া

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

কসোভোর সঙ্গে ড্র ম্যাচে ৩-০ গোলের জয় পেল রোমানিয়া

স্পোর্টস ডেস্ক :ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে উয়েফা নেশন্স লীগে অদ্ভূত এক কাণ্ড ঘটালেন কসোভোর ফুটবলারররা। গত শুক্রবারের ম্যাচের ফল ঘোষণা হলো প্রায় ১ সপ্তাহ পর। ড্র হতে যাওয়া সেই ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করলো উয়েফা। তবে জয় পেলেও জরিমানা হয়েছে রোমানিয়ার।

বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লীগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। এরমধ্যেই স্টেডিয়ামে থাকা রোমানিয়ার সমর্থকেরা উসকানি দিতে থাকে মাঠে থাকা কসোভানদের। পুরো সময় তেমন গা না করলেও শেষ মুহূর্তে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়েন। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া।

বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকে শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে দেশটিকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

0Shares