সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্তে ভূয়া পুলিশসহ আটক ২

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্তে ভূয়া পুলিশসহ আটক ২

ডায়ালসিলেট :সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্তের গামারীতলা এলাকা থেকে ভূয়া পুলিশসহ মোট ২ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।পুলিশের পোষাক পড়া আটককৃত ব্যক্তির নাম মো. বাকির হোসেন। তিনি তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এছাড়াও আরেকজন মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা আব্দুল মো. আ. মালেকের ছেলে তাবারত হোসেন।স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে তাবারত হোসেন মোটর সাইকেল চালিয়ে পুলিশের পোষাক পড়ে মো. বাকির হোসেনের মোটর সাইকেল করে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলো। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, সে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পড়ে ঘুরাঘুরি করছিলো।এবিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ