প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদমাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক্সে এক পোস্টে এ কথা বলেন তিনি। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান তার এক্সের পোস্টে বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে; যার মাধ্যমে দেশটি বাংলাদেশবিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি।
তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে বাংলাদেশ। তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সমপ্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech