প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
স্পোর্টস ডেস্ক :পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল শিরোপার লড়াইয়ে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনাল জিতেই অধিনায়ক আজিজুল হাকিম তামিম যেন একপ্রকার হুঙ্কার দিলেন প্রতিপক্ষকে।
ম্যাচশেষে অধিনায়ক তামিম বলেন, ‘ইনশাআল্লাহ্ আমরা ফাইনালে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি নিয়েই আমরা যাবো ইনশাআল্লাহ্। আমরা আমাদের জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভারতকে হারাতে পারি।’ পাকিস্তানকে সেমিফাইনালে হারাতে প্রধান ভূমিকা রেখেছেন টাইগার বোলাররা। বাংলাদেশের পেস আক্রমণের সামনে মাত্র ১১৬ রানেই অল আউট হয় পাক যুবারা। বোলারদের এমন কৃতিত্বের দিনে তামিম বলেন, ‘আজ (শুক্রবার) ম্যাচ জিতেছি, ভালো লাগছে। প্রথমে টসেও জিতেছি। আল্লাহর রহমতে সবকিছুই আমাদের পক্ষে ছিল। বোলাররা সবাই ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ এবং বাকিরাও… রিজান। ওরা অনেক ভালো বল করেছে। তাদের কারণেই ১১৬ রানে অলআউট করতে পেরেছি।’ যুবা অধিনায়ক নিজেও ব্যাট হাতে দারুণ খেলেছেন। ৪২ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। ফাইনালে নিজেদের পরিকল্পনাকে সামনে রেখে তিনি বলেন, ‘যে ভুলগুলো করে এসেছি সেগুলো কমানোর পরিকল্পনা ছিল। দল হিসেবে আমরা সেটা করে দেখিয়েছি। আজকে আমার খেলা ইনিংসটার জন্য ভালো লাগছে। দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
ম্যাচে ৪ উইকেট নিয়ে পাক ব্যাটারদের একপ্রকার গুঁড়িয়েই দিয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ম্যাচসেরা হয়ে ইমন বলেন, ‘আজকের উইকেটটা আসলেই ভালো ছিল। পেস বান্ধব উইকেট। নিজের মতো বল করে সফল হয়েছি। দলের জন্য আমার পারফর্মেন্সটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালো লাগছে।’ ভারত ফাইনালকে সামনে রেখে ইমন বলেন, ‘ফাইনালের জন্য বেশি কিছু পরিকল্পনা নেই। আমি নিজের জায়গা থেকে ভালো বোলিং করবো ইনশাল্লাহ। আর বেশি কিছু নয়।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech