প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :সামরিক শাসন জারি করার ফলে উদ্ভূত পরিস্থিতিতে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল। প্রতিশ্রুতি দিয়েছেন, আর কখনো এমনটা করবেন না। জারি করবেন না সামরিক শাসন। কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন তিনি। বিরোধীরা বলেছেন, সবকিছুর আগে তাকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার রাতে তিনি আকস্মিকভাবে দেশে সামরিক শাসন জারির ঘোষণা দেন টেলিভিশনে। অভিযোগ করেন উত্তর কোরিয়ার কমিউনিস্টপন্থিদের এবং রাষ্ট্রবিরোধীদের অপসারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরে প্রকাশ হয় অন্যচিত্র। দেখা যায়, তিনি ফার্স্টলেডিকে রক্ষা করতে সেই ঘটনাকে ধামাচাপা দিতে এমন ঘোষণা দিয়েছেন। কিন্তু দেশের ভেতরে তীব্র প্রতিবাদ হয় এর। পার্লামেন্টের ভেতর জরুরি অধিবেশনে বসেন এমপিরা। তারা সামরিক শাসনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেন। ফলে প্রেসিডেন্টকে তার নির্দেশ প্রত্যাহার করে নিতে হয় বাধ্য হয়ে। ওদিকে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উঠেছে পার্লামেন্টে। আজ শনিবার সেই প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা। তার আগেই প্রেসিডেন্ট নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। তার নিজের দলের যদি মাত্র আটজন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন, তাহলেই বিরোধীজোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাতে অভিশংসিত হবেন প্রেসিডেন্ট। এর আগে শুক্রবার পার্লামেন্ট ভবনে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানে বিরোধী দলীয় এমপিরা তার গতিরোধ করতে যে মানবদেয়াল রচনা করেন, তার প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এদিন দিনের শুরুতে পরিষ্কার ইঙ্গিত মেলে যে, তার দলের এমপিরাই বিরোধীদের সঙ্গে অভিশংসন প্রস্তাবে ভোট দেবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech