এম এ মালিক এর সমর্থনে ৩০নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

এম এ মালিক এর সমর্থনে ৩০নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

ডায়ালসিলেট :যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক এর সমর্থনে ৩০নং ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ই ডিসেম্বর) রাত ৮টার সময় নগরীর ৩০নং ওয়ার্ডের জৈনপুর ফকির পাড়া গ্রামে সান’র মিয়ার বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সানর মিয়া’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল আবু রায়হান রাজু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খিজির হোসেন এনু, আব্দুল মালিক সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মির্জা আকতার মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জালাল আহমদ হৃদয়, বিশিষ্ট সমাজসেবী ও মুরব্বি ইসমাইল আলী, গৌরাঙ্গ দেব, সিলেট জেলা যুবদলের সহ সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য কবির আহমদ, যুবদল নেতা কবির আহমদ, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহবায়ক কমিটির সাবেক সদস্য লিমনুজ্জামান ইমন, বিএনপি নেতা আকতার আহমদ, শেখ ফাহিম আহমদ, সাবেক ছাত্রদল নেকা রকীব আহমদ, শ্রমিক নেতা আব্দুর রশীদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক আহমদ রুবেল, সিলাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কবির আহমদ, তারেক আহমদ, বিএনপি নেতা শামিম আহমদ, আব্দুল কাদির কেনু, মিছবা আহমদ, আব্দুল আহাদ, মির্জা মাসুম, স্বপন আহমদ, রুমন আহমদ, জুমান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরমান আলী সুহেল। এছাড়া অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত মোঃ আনজুম হোসেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক আমাদের দক্ষিণ সুরমা তথা সিলেট-৩ আসনের কৃতি সন্তান। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন তরুন সংঘ থেকে আজ অবধি বিএনপির রাজনীতি তথা এদেশের মানুষের আশা আকাঙ্খার রাজনীতি করে যাচ্ছেন। গণতন্ত্র ও জিয়াউর রহমান পরিবারের আস্থার প্রতীক এম এ মালিক, এই কারনে দেশে তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যেও তাঁকে বার বার  হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করতে ও ছাত্র জনতার গণ-অভ্যুত্থান সফল করতে নিরলসভাবে তিনি কাজ করে গেছেন। এবার সিলেটের সিলেট -৩ আসন তথা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের উন্নয়নের জন্য এম এ মালিক কে সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ