প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক::দক্ষিণ লন্ডনের একটি পুলিশ স্টেশনের মধ্যেই আসামির গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এক সন্দেহভাজন আসামিকে উইন্ডমিল কাস্টডি সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি পুলিশের ওপর গুলি চালান। এতেই এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন সেখানে আটক আরো এক বন্দি। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। সেখানে তাকে তল্লাশি শুরু করে পুলিশ। সেসময় তিনি পুলিশকে গুলি করেন। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাকে প্রথমে থানার মধ্যেই চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই তিনি মারা যান। নিহত পুলিশ সদস্যের এক সন্তান রয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কমিশনার ক্রেসিডা ডিক। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি। আমি তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech