ওয়ানডেতে টেস্ট জয়ের অনুপ্রেরণা

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

ওয়ানডেতে টেস্ট জয়ের অনুপ্রেরণা

স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোট পাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্কিনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তারা দুজনেই পেসার। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ২১টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। পরিসংখ্যান বলছে লড়াইটা সমানে সমান। তবে ২০১৮ থেকে দেশে বিদেশে টানা চার সিরিজেই হার ক্যারিবীয়দের করছে কঠিন পরিসংখ্যানের মুখোমুখি। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ১০ ও ১২ই ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জন ছিল। ধারণা করা হচ্ছিল তিনি খেলতে পারেন ওয়ানডে সিরিজে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। তাকে বাদ দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে নেই চোটের কারণে। সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন শান্ত। যে কারণে শেষ ম্যাচে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন তিনি। এবার হচ্ছে না সেটিও। শান্ত না থাকায় টেস্টের পর ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও বাদ পড়েছেন ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহীমও। ওয়ানডে সিরিজে দলে থাকছেন না তাওহিদ হৃদয়ও। অনুশীলনের সময় চোট পাওয়ায় খেলা হচ্ছে না টাইগারদের এই মিডল অর্ডার ব্যাটারের। ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি টাইগারদের জার্সিতে সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এদিকে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন জাকির হাসান। তিনি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে থাকছেন না। তবে আফগানদের বিপক্ষে সিরিজে বল হাতে দুর্দান্ত খেলা পেসার নাহিদ রানা আছেন এ সিরিজের দলে। অন্যদিকে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ছাড়া টেস্ট খেলুড়ে দলগুলোর কারো বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে  জয়ের দিক দিয়ে এগিয়ে নেই বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনও বড় দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পাবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটিই শেষ ওয়ানডে সিরিজ টাইগারদের। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেদের সেরা দল খুঁজে বের করার চেষ্টা করবে তারা। দলের প্রথম সারির কিছু খেলোয়াড় ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট সিরিজ সমতায় শেষ করায় উজ্জীবিত বাংলাদেশ। তাই পছন্দের ওয়ানডে ফরম্যাটে ভালো পারফরমেন্স করতে আত্মবিশ্বাসী টাইগাররা।

0Shares